তাপসী লাহা

তাপসী  লাহা
-। হৃতা ।-

আকাশ জুড়ে হন্তকের অভয়বার্তা,
মিশে আছে ক্লান্তির খিলাফকথা,অগ্রাহ্য
বেদনারা উপেক্ষার জন্য আঁচল বিছিয়ে নিভন্ত
বাগান থেকে ফলসম্ভবা  উপাচার  ;
অধীর অনাগ্রহকথা  তুলে নিলো সাজিতে।
পরতে পরতে ছুঁইয়ে নেবে শাপ,প্রবঞ্চনার অথঃ কুলিকগাথা।
জ্যোৎস্নানিমিত্ত ঠুমরি হ্রদয়ের চোরা চাহনি সেঁকে,
 খঞ্জর উন্মুক্ত  চরাচর থেকে খুবলে নেয় আশা  ভরসার বিরামসাঁকো।
তবে কি এ শঠতায় উপজীব্য ছিল কচপ্রেমে!
প্রেয়সী  মাঘের আঁচল বিছানো  ছিলো ভালোবাসার  তরে,
উদগ্র বিষণ্ণতা  কপোতময় সে আলেখ্যগীতি
চিরে ভগ্নাংশে ভগ্নাংশে পুরোনো  হাহাকারের
বৃষ্টিভেজা  নীরবতা সঞ্জাত  অমায়িক অশ্রুরা।

তাপসী লাহা তাপসী  লাহা Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.