তাপসকিরণ রায়

তাপসকিরণ রায়
রফিক, জব্বর, বরকত... 

রফিক, জব্বর, বরকতরা শহীদ হয়েছেন।
প্রতিবাদী কণ্ঠ এমনি বাজতে থাকবে
মাঝে মাঝে ঝড় ওঠে--জিঘাংসার রক্ত বীজে
বংশ পরম্পরায় রক্তাসুর জন্ম নিচ্ছে।
রাত্রির চিতায় ওদের উদ্বোধন হয়,ওদের মন্ত্র  সাধনায়
নিষ্ঠুর কাপালিক জেগে ওঠে, মৃতের মাংস খায়।

রক্তপাত থামেনি--আজের রক্তপাত কালের পৃষ্ঠা,
প্রতিবাদের মাঝে জন্ম নিচ্ছে ইতিহাস--
সৃষ্টির মাঝে অন্তর খুঁড়ে খায় ঘুণ পোকা।
আর সেই ঘুম ভাঙাতে বারবার জন্ম নেবে
রফিক, জব্বর, বরকতদের দল।
একদিকে জন্ম নিচ্ছে ভাঙার খেলা,
আর এক দিকে জুড়ে দেবার প্রবলতা
সংঘর্ষে লিপ্ত থাকবে আমাদের ক্ষণজন্মা শহীদের দল,
রক্তক্ষয়ী হবে তাদের প্রতিবাদ, ওদের প্রতিবাদী সোচ্চার,
ওদেরই মৃত্যুবীজ থেকে ওরা বারবার জন্ম নেবে।
 

তাপসকিরণ রায় তাপসকিরণ রায় Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.