লক্ষ্মণ ভাণ্ডারী


ভুবন জুড়ে 
আলোর খেলা 

ভুবন জুড়ে আলোর খেলা
সোনালী রং ছড়ায়,
প্রভাত রবি উঠলো হেসে
পূব আকাশের গায়।

ফুল বাগানে ফুলের কলি
উঠলো সবই ফুটে,
ফুলের গন্ধে মাতাল হয়ে
অলিদল আসে ছুটে।

পথের ধারে গাছের ডালে
পাখি সব গায় গান,
দুপাশে হেরি সোনালী ছবি
মাঠে মাঠে সোনা ধান।

সোনালী রোদ সোনা ছড়ায়
সোনা ধানের খেতে,
সোনা গাঁয়ের সোনা চাষীর
উঠলো হৃদয় মেতে।

অঘ্রানেতে নবান্নের উত্সব
চাষীদের ঘরে ঘরে,
আখের গুড়ে আতপ চাল
পায়েস দুধের সরে।

পাটালি গুড়ের গন্ধ ভাসে
সারা গ্রামখানি মাঝে,
মন মাতানো মধুর সুরে
রাখালের বাঁশি বাজে।

অজয় নদী ঘাটের কাছে
যাত্রীদল আসে মেলা,
পশ্চিম রবি পড়েছে ঢলে
পড়ে আসে যবে বেলা।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ