বাসব মন্ডল

বাসব মন্ডল
জিগোলো উবাচ

আমার খাটের তলা দিয়ে
যে নদী বয়ে যায়
তার প্লবতা মাপতে
ডুবুরী নামিও না

আমার কোলবালিশের গায়ে
যে হোরমোন গন্ধ
তার রাসয়নিক গঠনের সাথে
মিল পাবে না কোন মৎসন্যায় ভ্রূণের

আমার বিছানার আকাশে উড়ে বেড়ায়
শূন্য গর্ভ মেঘ
আর মাথার কাছে লুকিয়ে থাকে
ধর্ষিত রতি কণা

আমার পায়ুপথ বেয়ে
নেমে আসে সৎযৌনতা
আর বুক জুড়ে বেঁচে থাকে
সারমেয় আঘ্রান


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ