-বোবা
সমীকরণ
অলস স্বপ্নে বেঁচে থাকে একটা আস্ত দিন
সূর্য মেঘ বৃষ্টি এসব থাকেনা সেই সমীকরণে
বেঁচে থাকার মানেটাই বদলে গেছে আমাদের
কবে কে দিয়েছিল এক টুকরো রুটি তাই নিয়ে কতো উপাখ্যান
ফেরিওয়ালা নিয়ে যায় আমাদের ভাঙাচোরা মন
জং পরা দলা পাকানো প্রেম আর ভালবাসার ফেলে দেয়া কৌলিন্য
অলস স্বপ্নে বেঁচে থাকে আমাদের আস্ত একটা দিন
রাসের মাঠে স্বপ্ন বেঁচে নেই
শব্দের ভিতর স্বপ্ন বেঁচে নেই
কবিতার মৃত কফিনে এখন নিজেকে খুঁজতে থাকি
এক অনন্ত আগুন বলয়ে ...
সমীকরণ
অলস স্বপ্নে বেঁচে থাকে একটা আস্ত দিন
সূর্য মেঘ বৃষ্টি এসব থাকেনা সেই সমীকরণে
বেঁচে থাকার মানেটাই বদলে গেছে আমাদের
কবে কে দিয়েছিল এক টুকরো রুটি তাই নিয়ে কতো উপাখ্যান
ফেরিওয়ালা নিয়ে যায় আমাদের ভাঙাচোরা মন
জং পরা দলা পাকানো প্রেম আর ভালবাসার ফেলে দেয়া কৌলিন্য
অলস স্বপ্নে বেঁচে থাকে আমাদের আস্ত একটা দিন
রাসের মাঠে স্বপ্ন বেঁচে নেই
শব্দের ভিতর স্বপ্ন বেঁচে নেই
কবিতার মৃত কফিনে এখন নিজেকে খুঁজতে থাকি
এক অনন্ত আগুন বলয়ে ...
শুভাশিস দাশ
Reviewed by Pd
on
ডিসেম্বর ৩১, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ৩১, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন