"এবং জীবন"
আমাদের সমস্ত অতীত তুলে রেখেছি
জীর্ণ চালার ঘুণধরা বাতার কঙ্কালে
ও পথে ফেরা যাবে না আর!
এখন একটা শাবল দিতে পার আমায়?
সুড়ঙ্গ খুঁড়তে চাই,
খুঁড়তে খুঁড়তে পাতালে পৌঁছে যাব
যেখানে জমাট অন্ধকারে থরে থরে শুয়ে আছে
আমাদের জীবাশ্ম অভিমান।
কাঁচা সোনাকে পাকা করতে গিয়েই
একটা জীবন খাদ হয়ে উবে গেল অম্লরাজে,
কতটা খাঁটি হল সোনা?
তার হিসেবে আর কি এসে যায় বল...
বরং, সবুজ শিখার বিষবাস্পে গুনে নেওয়া যাক
মাথাপিছু ক'টা রুটি অবশিষ্ট আছে আর!
আমাদের সমস্ত অতীত তুলে রেখেছি
জীর্ণ চালার ঘুণধরা বাতার কঙ্কালে
ও পথে ফেরা যাবে না আর!
এখন একটা শাবল দিতে পার আমায়?
সুড়ঙ্গ খুঁড়তে চাই,
খুঁড়তে খুঁড়তে পাতালে পৌঁছে যাব
যেখানে জমাট অন্ধকারে থরে থরে শুয়ে আছে
আমাদের জীবাশ্ম অভিমান।
কাঁচা সোনাকে পাকা করতে গিয়েই
একটা জীবন খাদ হয়ে উবে গেল অম্লরাজে,
কতটা খাঁটি হল সোনা?
তার হিসেবে আর কি এসে যায় বল...
বরং, সবুজ শিখার বিষবাস্পে গুনে নেওয়া যাক
মাথাপিছু ক'টা রুটি অবশিষ্ট আছে আর!
সমীরণ চক্রবর্তী
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন