সত্যি বলছি এ কোন ভণিতা নয়
বলতে পারো অহেতুক ভয়
অযথাই সামনে এসে আড়াল করে সত্য।
চুপচাপ চোখ বুজে পার হতে চাই বিভেদ-রেখা।
হঠাৎ একটা ছায়া এসে পথরোধ করে
নৈর্ব্যেক্তিক ছায়া ঠিক জানা নেই
হতে পারে পথের প্রান্তে নিশ্চল কোন বৃক্ষের
কিংবা কোন দংশানো বিবেকের।
একা অন্ধকারে নিজেকে পরখ করে দেখি
অপার্থিব কোন নিক্তিতে
একপাশে টানা সানুনাশিক সুরে কাঁদে হাওয়া
আর অন্যপাশে
হাওয়ার সাথে সখ্যতা করে বৈরিতা
তাই বুঝি কত সহজেই হাওয়া ভাঙ্গে ঘর
ভেসে আসা করুণ বাঁশির সুরে ভাঙে মন
যেমন জলেরা অনায়াসে ভাঙ্গে পাড়।
জল যখন এলোই ঘোর পূর্ণিমায়
ষোড়শী শাসায় উচাটন শ্বাস
উথাল-পাথাল জ্যোৎস্নায় সম্পর্কের বাঁধন ছিঁড়ে
দেশত্যাগী হলে বাউল
অপাংক্তেয় মনে হয়
ঠোট থেকে খসে পড়ে সব চুমু।
সত্যি বলছি এ কোন ভনিতা নয়
অজানা ভয়, জড়তা এসে পথ আগলালে
সংস্কার শেকল পড়ায় পায়ে পায়ে
থাকো, যেওনা! কারণ
পার্থক্যের দৃষ্টি শরীরতন্ত্রের কাছে বৃষ্টি ঝরালে
সাকোটিঁর সঙ্গমসুখ
নদী দেখতে পাবেনা কোনদিন।
ফারহানা খানম
Reviewed by Pd
on
নভেম্বর ০২, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ০২, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন