স্বপ্ননীল রুদ্র

জেহাদ
জেহাদ 

পিচ-ওঠা রাস্তার নগ্ন পাথরগুলি
আব্রু হরণ হেতু চূড়ান্ত লজ্জায়
মুখ লুকিয়ে সহ্য করেছে দীর্ঘদিন
আত্ম-অবমাননা,---তাই আজ মন চায়

তুমুল প্রতিরোধের এবং বিক্ষোভের
না-ফুরনো সুদীর্ঘ একটি বিষম বেলা,
ক্যাকটাসের মতন সারা গায়ে কাঁটা যার
পথচারীর সঙ্গে খেলবে ক্ষত'র খেলা...

খেলবে দুর্ঘটনা, সীমাহীন দুর্ভোগ---
ভোর হতেই হাঁ করে মেলে বিষাক্ত দাঁত,
জনপ্রতিনিধিদের এবং প্রশাসনিক
উদাসীনতার প্রতি নির্লজ্জ জেহাদ...


স্বপ্ননীল রুদ্র  স্বপ্ননীল রুদ্র Reviewed by Pd on অক্টোবর ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.