মন্দিরা ঘোষ

নিজে নিজেই
নিজে নিজেই

আসলে যে বাতিটি রাস্তার ধারে
নিভে আছে বহুদিন
সেটিকে জ্বালিয়ে দিতে যে সাহসী
যাদুদন্ডটি দরকার
সেটি এখন সংশোধনাগারে ...

প্রতিবাদ মানে নিভে যাওয়া
বাতিটির নিচে দাঁড়ায় কিছু ব্যর্থতা
ভয় আর আপোষের মাঝে
হলুদ গোলাপ রাখা থাকলে
বাতিটি জ্বলে উঠবে নিজে নিজেই
শুনশান আলোর ভেতর
হেঁটে যাবে দশটা চল্লিশের লোকালের
কাজ থেকে ফেরা প্রাত্যহিক
হাতে চকচকে যাদুদন্ড 
যেটি ওড়নার আড়ালে ...স্মার্টফোন হয়ে উঠছে।



মন্দিরা ঘোষ মন্দিরা ঘোষ Reviewed by Pd on অক্টোবর ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.