তুহিন মন্ডল



কবি সুমনা পাল ভট্টাচার্যের ''গত শ্রাবনের মেঘ এখন ও ডায়েরির পাতায়'' উজ্জ্বল। সেই শ্রাবণ মেঘ দিয়েই কবি সযত্নে সৃষ্টি করেছেন " জল ছবি ক্যানভাস"। কবির " ঠোঁটের শামিয়ানায় মেঘ জমে রোজ " আর তারপর " বৃষ্টির গন্ধ ভেসে এলেই " কবি মগ্ন হন আপন জগতে । লিখে ফেলেন না বলা অনেক কথা। কাব্যগ্রন্থের প্রতিটা কবিতাই যেন বৃষ্টি - প্রেমের ক্যানভাস।

বৃষ্টিতে কবি তাঁর হারিয়ে যাওয়া প্রেম নতুন করে খুঁজে পান । "তানপুরার তারে ধুলোর কান্না " সরিয়ে কবি" ভোরের আজান থেকে সন্ধ্যা প্রদীপ অবধি " " অন্ধকারের কলঙ্ক চেটে " নিয়ে বাউল হতে চান। ব্যাক্তিগত জীবনের সব দুঃখ যন্ত্রণা কবির কলম কে কখনো থামাতে পারেনি। তাই সমস্ত দুঃখ নিয়েও কবি অনায়াসে বলে ফেলেন - " সব যন্ত্রণার বাক্স গুছিয়ে এবার সাজাবো শুধু এক আকাশ বৃষ্টি এই অবেলায়" ।

কবির "ছাদ জুড়ে বৃষ্টি নামলেই সরগম বেজে ওঠে" । কবি নিজেকে আর চৌহদ্দির ভেতর আবদ্ধ করে রাখতে পারেন না। নিঃসীম আকাশ কবি কে ডাকে। আর কবিও " দু হাত শূন্যে তুলে চাতকের মতো ছুঁয়ে নিতে " চান নেশাতুর প্রেম।

কবি পেশায় একজন শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি কবিতা কবির উন্মাদনা। সাহিত্য সাধনা ছাড়াও সংগীত , নৃত্য , নাটক ইত্যাদি নানা শিল্পের মধ্যে কবির বসবাস। বিভিন্ন পত্র - পত্রিকা , ম্যাগ, ওয়েব, সংকলনে কবির লেখা বহুল প্রশংসিত। 

কবির মত আমিও প্রতিটা পাঠকের " জানালার পাড়ায় নীল খাম রেখে গেলাম " " জল ছবি ক্যানভাস " এর। বার্নিক প্রকাশন থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থে রয়েছে অসম্ভব সুন্দর বারোটি কবিতা । এভাবেই শুধু বর্ষায় নয় প্রতিটা ঋতুতেই কবির কলমে ঝড়ুক বৃষ্টি আর জন্ম নিক একাধিক " জলছবি ক্যানভাস"।।

কাব্যগ্রন্থ - জলছবি ক্যানভাস 
কবি - সুমনা পাল ভট্টাচার্য 
প্রকাশক - বার্নিক , মূল্য - ২০ টাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ