নীল আকাশে সাদা মেঘের ঘোরাঘুরি
শহরের মনে মনে ছুটির গন্ধ মুখে ট্যুর প্যাকেজ
দিনে রাতে কোঙ্কণ এক্সপ্রেস থাবা বসায় ...
আজকাল লো-কস্ট এয়ার ফেয়ারের দৌলতে
মেজাজী কানে বিদেশ ভ্রমণের গুনগুন
দুপুরের মেট্রোতে উপচে পড়া ভিড়
খলবল করেছে লিন্ডসে স্ট্রীট, নিউমার্কেট
মলগুলো থেকে ফাটাফাটি চমক রঙিন ব্যাগে
ছড়িয়ে পড়ছে আবাসনে বহুতলে
লেন বাইলেন জুড়ে বাঁশের খাঁচার উঁকিঝুঁকি ...
ছড়িয়ে ছিটিয়ে যেটুকু শিউলি ভোর আসে সেটুকুই বলে যায়
কৈলাসে বাৎসরিক ব্যাচেলার দিবস শুরু হতে চলেছে।
শুক্লা মালাকার
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন