বিশ্বাস ভাঙে
বিশ্বাসের জায়গাগুলো ইদানিং ঘুন পোকারা দখল নিয়েছে
তাই দেখি প্রতিদিন সম্পর্ক ভাঙে
বাঁধনের সেতু ভেঙে পড়ে
মাথা চাড়া দিয়ে উঠে পড়ে বিষ গাছ
ডাল পালা ছড়িয়ে জানান দেয় আমি আছি
ইদানিং খারাপ লাগাগুলো বাইরে বেরিয়ে আসে
ভালো রাখার হরিতলা নষ্ট হয়েছে গত রাতে
আমাদের উঠোন জুড়ে এখন আর ফোটে না
মন কাড়া শরতের শুভ্র শিউলি ফুল !
![]() |
| শুভাশিস দাশ |
শুভাশিস দাশ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৮, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৮, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন