অরূপ মাহাত



শালবীথি

এ শহর আজও ভালোবাসে সব্বাইকে।
এই সেদিনের রক্তমাখা ইতিহাস ভুলে
আবার মাথা তুলে দাঁড়ানোর সাহস রাখে।
সবুজের সমারোহ যার অহংকার
শীতল সমীরণ যার আঁচল ধুয়ে যায়,
অরণ্যে আঘাতে সে তো গর্জে উঠবেই আজ।

নিষ্পাপ শিশুর ন্যায় শালবীথি সব
একদা শুষে নিয়ে জীতুশোলের কালো ধোঁয়া
ফিরিয়ে দিয়েছিল এক বুক নীল আকাশ।
জীবনের প্রতিদানে এ যাবৎ কি দিয়েছি তারে?
প্রশ্ন করুন, প্রশ্ন করুন- নিজেই নিজেকে!
তারপর নাহয় আরও কিছু বিলাসিতা
ভরে দিও নির্দ্বিধায়, তার কর্কটীয় ক্ষতে।
নবপ্রাণ দান করে, উপেক্ষিত নায়ক হোক সে।

অরূপ মাহাত অরূপ মাহাত Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.