অমৃতা রায় চৌধুরী

অমৃতা রায় চৌধুরী
আগমনী

শরৎ আকাশ, নীল নীলিমা,
স্নিগ্ধ সমীরণ, 
আগমনীর আগমনে 
উন্মনা এই মন। 

কাশের বনে খুশীর সাড়া,
শুভ্র চারিধার;
শিউলি ফুলের সুগন্ধ দেয় 
স্পর্শ স্নিগ্ধতার।

ঢাকের আওয়াজ ছড়িয়ে পড়ে 
নগর থেকে গ্রাম,
পদ্মকলি চোখটি মেলে 
মাতায় ধরাধাম। 

বছর প'রে উমা আসেন
চারটি দিনের জন্য;
তাঁর পরশে আমাদের 
এই জীবন হয় যে ধন্য।

চারটি দিন কাটে সবার
আনন্দ আর সুখে,
দশমী'তে বিদায় জানাই
মা'কে ভিজে চোখে।

সবার মনের কোণে বাজে
বিষাদেরই সুর;
মা চললেন কৈলাসেতে 
রাস্তা বহুদূর ।।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ