⤺স্বাধীনতা তোমার জন্য
তোমার জন্য স্বাধীনতা
এক চিলতে আকাশ
স্বপ্ন বোনা জীবন বোধ
অপার মুক্তির শ্বাস।
তোমার জন্য স্বাধীনতা
সীমান্তে কাঁটা তার
মানবিকতার দৃঢ় বন্ধনে
লড়াই বেঁচে থাকার।
তোমার জন্য স্বাধীনতা
ছিনিয়ে নেবার সঙগ্রাম
রক্তের শেষ বিন্দুতে
ঝরে বীর শহীদের নাম।
তোমার জন্য স্বাধীনতা
নিপাত জাত-বিদ্বেষ
শিক্ষা ধর্ম স্বাস্থ্য সমন্বয়ে
স্বাধীন আমার দেশ।।
![]() |
| বিশ্বজিৎ কুণ্ডু |
বিশ্বজিৎ কুণ্ডু
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন