বৈশাখী দাস



⤺স্বদেশ,সন্দেশ   

স্বভূমি!
বার্তায় রেখেছো কতটা মিষ্টতার আভাস,আগামীর জন্য?
স্বদেশ!
কতটুকু স্বাধিকার জমিয়েছো,
সত্তর অতিক্রান্ত পাললিক স্তরের পাহাড় প্রত্যাশায়,
আম,নগন্য নাগরিকের নামে?
হাতবদলের সান্ত্বনায়,আবেগের ওমে....
এভাবে কি কাটে দীর্ঘ অপ্রাপ্তির ধারাবাহিক শীত?
আ-অস্তিত্ব নৈরাশ্যের দলদল -এ, তবুও দ্যাখো....
প্রভাতফেরীতে মিলিয়ে ছন্দের পা,
কি নির্বিকার পালটে চলেছি  ‘ পালন ও উদযাপন ‘ এর পৃষ্ঠা!
অভ্যেসের তাকে ভাঁজ করে রাখছি ক্লীব শিরদাঁড়া,
‘সহ্যের’ ন্যাপথলিন-সুরক্ষায়!

ত্যাগ ও বীরত্বের বাই কালার জামদানিতেই
কুলিয়ে যাচ্ছে স্বাধীনতার নিয়মসংগীত,দিবসের নিয়মরক্ষা.....


  বৈশাখী দাস
  বৈশাখী দাস

বৈশাখী দাস   বৈশাখী দাস Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.