⌗বালিকা সে
বালিকা জেনেছে নাকি চকোলেট কতখানি কালো,
ডেকেছিল অন্ধকার, অন্ধকরা অন্তিম ধারালো।
বালিকার চকোলেট প্রীতি সব পরিচয় গিলে খাবে,
তলপেট, আরও নীচে তীব্র এক যন্ত্রনার স্মৃতিকে ভেজাবে।
বালিকা বোঝেনা এই চকোলেট যুগ যুগ ধরে,
বয়েছে রসনা তৃপ্তি, তার সাথে কামড় অধরে।
অপাপসমৃদ্ধ চোখ একটানে চিনে নেবে পাঁক,
ফাল্গুন বাতাস স্তব্ধ, বিষধর সেও কি অবাক ?
বালিকার জানাছিল, যে ডাকে সে ডাকে ভালবেসে,
এ কেমন ডাক যার চৌকাঠ পার হতে এসে
অন্ধকার টেনে নিলো সমস্ত শৈশব গুহাপথে,
বালিকা সে আসবে না, কাশ দেখে হাসবে না আগামী শরতে।
বালিকা যা জেনে গেছে, কৌতুহলে ছুঁয়েছে ময়াল,
মুহূর্তেই বদলে গেছে সম্পর্কের স্থান-পাত্র-কাল।
পাটক্ষেত, বাঁশবন, নিতান্ত খড়ের স্তুপে ভয়,
বালিকা জেনেছে তার জন্মটাই আশঙ্কা-সংশয়।
swapan.paul3@gmail.com
স্বপন পাল
Reviewed by Pd
on
মে ০৫, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন