নাসির ওয়াদেন

নাসির ওয়াদেন
চিরন্তনী 

রক্ত ঝরছে ঠোঁটে, শুকনো পলাশ রঙ
নিঃশব্দে নির্বিকারে জলঢেউ ভাঙে পাড়
অচল পাখির ডানা ঝাপটিয়ে মরে এবং
সভ্যতার মুখে কালি লিপি আমি অন্ধকার

আঁধার তো কেটে যায় ,আলো করে গ্রাস
মানব গড়েছে সোনার পৃথিবী মাটির ওপর
দানবেরদল দাঁপিয়ে চলেছে আজ,
নিরাশ নয় কো মানুষ, যুদ্ধের তরবারি কলমই নির্ভর

কত দুর্জন এসেছে এখানে, ব্যর্থ প্রয়াস তাদের
হানাহানি শেষে যুদ্ধের দেশে নতুনের জাগরণ
পৃথিবী তো শুধু মানবের ভূমি, মানবিক সত্যের
দানবের পরাজয় ইতিহাস বলে,ন্যায়ের উদ্ঘাটন
   

নাসির ওয়াদেন নাসির ওয়াদেন Reviewed by Pd on মে ০৯, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.