শুভাশিস দাশ

শুভাশিস দাশ
সাম্প্রতিক 

চারিদিকে আজ দানব বেড়ায়
রক্ত লোলুপ বাসনা
এখনও বসে কি ঘরের কোণেতে
রাজপথে নেমে আসো না

মাটির এই ঘরে শিশু কেঁদে মরে
পিচাশের থাবা আঁচড়ে
এই অসময়ে মিলে মিশে সবে
প্রতিবাদ করে বাঁচোরে !

নৈঋতে মেঘ ফুটপাত জুড়ে
রক্ত বইছে রাতদিন ,
ভাষা হারা হয়ে এই জ্বালা বয়ে
পৃথিবী কী আজ প্রেম-হীন ?



শুভাশিস দাশ শুভাশিস দাশ Reviewed by Pd on মে ০৯, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.