⌗বসন্তবরিখা
ঠোঁট দিয়ে তার প্রতিটি পালকের গভীরে
জমে থাকা জল ঝেড়ে নিচ্ছে সদ্যস্নাতা
ঈষৎ লাল পাতার ঝরোখা থেকে চুইয়ে পড়া
প্রতিটি জলবিন্দু শুষে নিচ্ছে নদীর বুক
প্রবাহমান বালুকনা আর নুড়ি প্রত্যক্ষদর্শী
বসন্তবরিখায় গাছের কোটর ভোরে গেলে
নদী বয়ে নিয়ে যায় সুখানুভূতি
নির্জনতা লেখে ভালোবাসার উপাখ্যান ।।
ঠোঁট দিয়ে তার প্রতিটি পালকের গভীরে
জমে থাকা জল ঝেড়ে নিচ্ছে সদ্যস্নাতা
ঈষৎ লাল পাতার ঝরোখা থেকে চুইয়ে পড়া
প্রতিটি জলবিন্দু শুষে নিচ্ছে নদীর বুক
প্রবাহমান বালুকনা আর নুড়ি প্রত্যক্ষদর্শী
বসন্তবরিখায় গাছের কোটর ভোরে গেলে
নদী বয়ে নিয়ে যায় সুখানুভূতি
নির্জনতা লেখে ভালোবাসার উপাখ্যান ।।
shilabiswas1972@gmail.com
শীলা বিশ্বাস
Reviewed by Pd
on
এপ্রিল ০৩, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
এপ্রিল ০৩, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন