নবনীতা সরকার



অকাল বোধন     

ফিরে এসো বসন্ত
ফিরে এসো দাবদাহের খোলা মাঠে।
দেউড়ি জুড়ে পেতে রাখ তোমার নরম গালিচা।
সন্তর্পণে ছুঁয়ে দিয়ে যাও ন্যুব্জ ঘাসের শরীর।
শিরায় শিরায় শিহরিত হোক তোমার রোদেলা চুমু।
উপড়ে ফেলা শিকড় পুনর্জন্মে
ফিরে পাক নতুন কায়া।
বুভুক্ষু  হাভাতার রাজধানীতে তুমি হও সংবাদ শিরোনাম।

এই অবেলার আবাহনে ফুল ফুটুক না ই বা ফুটুক তুমি অধিষ্ঠিত হও কবির মানসপটে।



damnabanita@gmail.com

নবনীতা সরকার নবনীতা সরকার Reviewed by Pd on এপ্রিল ০৪, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.