সুবীর সরকার

সুবীর সরকার
চশমা

ভাঁজ করা চশমা।চশমা কি নির্জন
হতে জানে!আদতে আগ্রাসন,
যেভাবে লোকদেবতা নাগরিক হয়ে
               ওঠেন।



ভাষাদিবস

চুমু নয়।চুমু বদলাচ্ছে চুমুকে।
মেঘ এসে বৃষ্টি দিয়ে যায়
আমরা কুয়াশায় ঢেকে রাখি
              যাবতীয়


পেঁয়াজখেতের গল্প


চাঁদের আলোয় পেঁয়াজখেত।গসপেল থেকে
খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে তুলে আনি
হাজার হাজার চা-চক্র আমাদের
সাঁতার জানি।তবু ভয়,ডুবে যাবো না তো


বৃত্তান্ত

বৃত্তান্তে যাবো না বরং গন্তব্যে
              পৌঁছই
ফের নীরবতা।
উনুনে গুঁজে দেব
         টুপি



শিরোনামহীন

সর্ষেবনে বিকেল ডুবছে আর আমি বিকেলের
                         দিকেই
হাঁটতে থাকি।যেন বা স্তব্ধতা,বাঁশির শব্দ!
কান্নাকে প্রতিরোধ করি,শরীরে হলুদ মাখি
আয়নার পাশে নখ,লিখি নখদর্পণ


subirsarkar25@gmail.com



সুবীর সরকার সুবীর সরকার Reviewed by Pd on এপ্রিল ০৩, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.