⌗সেদিন আমার বসন্ত
যেদিন তুমি বাসবে ভালো সেদিন আমার বসন্ত
যেদিন তুমি আসবে কাছে সেদিন আমার বসন্ত
যেদিন তুমি হাসবে হাসি
খিলখিলিয়ে ফুলের রাশি
ছড়িয়ে দেবে ভালোবাসি
প্রাণের অনন্ত
সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি বলবে কথা
মনের গহীন কষ্ট ব্যথা
বুঝিয়ে দেবে সরলতা
রাঙা দিগন্ত
সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি সাজবে সাজা
আমরা হব মনের রাজা
ফাগুন রঙে রাঙিয়ে রাঙা
ফুলের দুরন্ত
সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি বাসবে ভালো সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি আসবে কাছে সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি বাসবে ভালো সেদিন আমার বসন্ত
যেদিন তুমি আসবে কাছে সেদিন আমার বসন্ত
যেদিন তুমি হাসবে হাসি
খিলখিলিয়ে ফুলের রাশি
ছড়িয়ে দেবে ভালোবাসি
প্রাণের অনন্ত
সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি বলবে কথা
মনের গহীন কষ্ট ব্যথা
বুঝিয়ে দেবে সরলতা
রাঙা দিগন্ত
সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি সাজবে সাজা
আমরা হব মনের রাজা
ফাগুন রঙে রাঙিয়ে রাঙা
ফুলের দুরন্ত
সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি বাসবে ভালো সেদিন আমার বসন্ত।
যেদিন তুমি আসবে কাছে সেদিন আমার বসন্ত।
dipankarberaa@gmail.com
দীপঙ্কর বেরা
Reviewed by Pd
on
এপ্রিল ০৩, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
এপ্রিল ০৩, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন