তাপস দাস


 কথ্যজোৎস্না 


জোৎস্নারা তোমার নিন্দুক
নিয়ম রাখেনি যাকে তাকে বলেছে
পুরনো কথা....

আমাদের এক অভিশপ্ত ব্যথা আছে যে পথে
তারবুকে হামা দিতে বলেছে আরো প্রজন্মকে

এভাবেই যদি বকে যায়
এভাবেই সত্যি বলে যায় কথ্যভাষায়
আমি লুকিয়ে লিখবো কি....

মা-হীন পূর্ণিমারাত শীতের কুয়াশার কাদায়
কথ্যভাষা শুনতে পায়
আমাদের ভয়গুলি ভয়ানক জ্বলে
যারা আর উষ্ণতা খুঁজতে চায় না

জ্যোৎস্নাময় বদনামকারী আলোতে
নিয়মিত ফ্যাকাসে
আমরা দুজন

দুদিকে ভালো থাকিনা, কতদিন
ভালো থাকিনা


তাপস দাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ