রত্না দাশগুপ্তা আইচ

রত্না দাশগুপ্তা আইচ
 - ঘর 

কখনও কখন তুমি জেনে যাও
এটাই তোমার ঘর
কম্পাসের দিকভ্রান্তের নিপুণ কৌশলও
নড়াতে পারেনা তোমাকে একচুল
বাইরে তুমি বলে দিতে পারো
ঘরের ভিতর জানলায় কচি কলাপাতা রঙের পর্দা
খাটে পাতা আসমানি চাদর
তার উপর উপুড় হয়ে আছে
দুটো ধবধবে মেঘ বালিশ
মেঝের জায়গায় শীতল একটা বুক
ভেজা মাটির গন্ধ মাখা
খুব চেনা সে ঘ্রাণে
ভালবাসার ঝিম ঝিম নেশা
তুমি জানো মরচে ধরা তালায়
তোমারই প্রতীক্ষা
তুমি টোকা মারলেই খুলে যাবে দরজা
কপাট দুটো নীচু হয়ে অভিবাদন জানাবে তোমায়
তুমি পা রাখলেই আকুল সমুদ্র ছুটে আসবে
তোমার ডাকনাম ধরে
দীর্ঘকাল ঠিকানা খুঁজে ক্লান্ত গাংচিল
নেমে আসবে তোমার কাঁধে
দুটো নিঃসীম নীল আসমানি চোখ
বলবে, এলে তবে
এসবই তুমি জানো, নিশ্চিত ভাবে জানো


 - ছুটি 

সন্ধ্যা আসন্ন
সন্ধ্যা আরতির শাঁখ
বাজছে তুলসী তলায়
ভাস্বর প্রদীপ শিখায়
নিবেদিত ভক্তি কপাল ঠুকে
বাঁধা পরছে গৃহস্থের ভাড়ারে
এ সময় ঘরে ফেরার
ফেরিঘাট ছেড়ে যাবে
শেষ নৌকো
তোমার এবার যাওয়ার পালা
তোমার এবার ছুটি



রত্না দাশগুপ্তা আইচ রত্না দাশগুপ্তা আইচ Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.