তৈমুর খান

তৈমুর খান
 নিদাঘ ছায়ায় 

ভেজা পালকের গন্ধে সকাল এসেছে
আজ নীল মেঘ , বসন্ত বিদায় হল
ঘুমের বিষণ্ণ তাপ চলে গেলে
ক্লান্ত দিন জাগরণ ফেলে যায়

আমাদের দীর্ঘশ্বাস ঝরে পড়ে......

 আমরা বাউল হই 

রোজ এক বিহ্বলতা ছবি আঁকে
আমরা বাউল হই
বাতাসে স্বরলিপি বাজে
গাছেরা নর্তকী হয়ে নাচে

নদী বয়ে যায় অনন্ত বিরহপুরে





তৈমুর খান তৈমুর খান Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.