আমার গল্পের ভালোবাসারা
সকালে স্নানের পর ভেজা চুলে আসবি
সিঁথির উপর সূর্যের মতোন টকটকে লাল আগুন অাঁকবি
কপালের পরে কাচ পোকার মতোন জ্বলজ্বল করবে আমার আগামী ভাগ্যলক্ষ্মীর সৌভাগ্য
গায়ে থাকবে চন্দন সাবানের সুগন্ধ,
মাতাল করা গন্ধ বের হবে তোর শাড়ীটার থেকে
চায়ের কাপ হাতেই , চেয়ে থাকবো অহেতুক তোর দিকে
তোকে নিয়ে একটা গল্প লিখবো আমি
সকালটা কাটবে কিছুটা হুড়োহুড়ি
শীতের অলস দুপুরে উলকাটা আর আচার বড়ির কাহিনী
বিকেল গড়াতেই চুসি পিঠে , পায়েস আর সরার পিঠের গরমাগরম পৌষ-পার্বণী...
মা, তোকে নিয়ে লিখি আমি,
আমার ভালোবাসার গল্পের কথাকলি...
সকালে স্নানের পর ভেজা চুলে আসবি
সিঁথির উপর সূর্যের মতোন টকটকে লাল আগুন অাঁকবি
কপালের পরে কাচ পোকার মতোন জ্বলজ্বল করবে আমার আগামী ভাগ্যলক্ষ্মীর সৌভাগ্য
গায়ে থাকবে চন্দন সাবানের সুগন্ধ,
মাতাল করা গন্ধ বের হবে তোর শাড়ীটার থেকে
চায়ের কাপ হাতেই , চেয়ে থাকবো অহেতুক তোর দিকে
তোকে নিয়ে একটা গল্প লিখবো আমি
সকালটা কাটবে কিছুটা হুড়োহুড়ি
শীতের অলস দুপুরে উলকাটা আর আচার বড়ির কাহিনী
বিকেল গড়াতেই চুসি পিঠে , পায়েস আর সরার পিঠের গরমাগরম পৌষ-পার্বণী...
মা, তোকে নিয়ে লিখি আমি,
আমার ভালোবাসার গল্পের কথাকলি...
সিলভিয়া ঘোষ
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন