বর্ণালি বিশী



 মাঝির কথা 

উদাস মাঝি টানে যাপন দাঁড় 
হাসি-কান্নার ছলাৎ ছলে-
                 স্থির চাহনি দিগন্ত কিনারে।
                 
নদীর বিলাসিত ঢেউ কখনো
নিমগ্ন কোজাগরী রাতে-
কখনোবা অমা-মাধুরীতে।
আবার হঠাৎ টাইফুনে তোলে
 ঢেউ উথাল-পাতাল।

উদাস মাঝি টানে যাপন দাঁড়
হাসি-কান্নার ছলাৎ ছলে-
স্থির চাহনি দিগন্ত কিনারে।।

 


বর্ণালি বিশী বর্ণালি বিশী Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.