সুশান্ত কুমার রায়

সুশান্ত কুমার রায়
 কালের খেয়া 

দিনের পর দিন
যুগের পর যুগ,
কাল থেকে মহাকাল
সীমানা পেরিয়ে অসীময়তায় অবগাহন।

অতীত, বর্তমান আর ভবষ্যিৎ এর
আবর্তে চলছে কালের খেয়ায় তরী,
চলমান জীবনে বহমান বর্তমান, আর-
ভবিষ্যৎ এর আশা আকাঙ্খা আর
স্বপ্ন নিয়েই তো আমাদের বেঁচে থাকা।

কালের খেয়ায় চলছি নিরবধি
কোথায় গিয়ে ভিরবে যে তরী খানি
বর্তমান না ভবিষ্যৎ, কে জানে?
তবুও এ চলা নিরন্তর....।


সুশান্ত কুমার রায় সুশান্ত কুমার রায় Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.