সোমা ঘোষ

সোমা ঘোষ
 ও মেয়ে! 

ও মেয়ে! তুই আসিস না মা,
এ দেশ যে নয় তোর,
তুই ফুলের শিশু , না ফোঁটা কুঁড়ি ,
তাতেও থাবার জোর?

ওদের থাবা যে তফাৎ করে না,
বৃদ্ধা কিংবা শিশু,
ওরা চেনে শুধু নারীর শরীর ,
ওরা হিংস্র রক্তপিপাসু।

ও মেয়ে! তুই কি শুধুই ভোগ্য?
তাই শিক্ষকও আজ ধর্ষক?
আসিস না মা, এ পোড়া দেশে,
যেথা রক্ষকই আজ ভক্ষক।

ও মেয়ে! তুই জন্ম দিস না
নতুন ভোগ্য পণ্য ,
বার বার কেন জন্মাস মাগো
ওই নরখাদকদের জন্য ??





সোমা ঘোষ সোমা ঘোষ Reviewed by Pd on ডিসেম্বর ০৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.