সিলভিয়া ঘোষ

সিলভিয়া ঘোষ
 অনন্ত আগুন 

না পাওয়ার আগুন তোমাকে পোড়ায়!
কতটা পুড়েছো তুমি? কতটা জ্বলো তাতে?
কোন দিন নিজের শরীরের কোন অংশে
অ্যাসিড লাগিয়েছো? প্রতিক্রিয়া দেখেছো তার?
দেখেছো কেমন করে মাংস পিণ্ড উঠে আসে?
কোনদিন যোনিপথে রড দিয়েছো ঢুকিয়ে?

জানি তুমি  কি বলবে ! তোমার সাজানো উত্তর
আমার জানা আছে, না তোমার কোন দোষ নেই!
যেখানে বিধাতা পুরুষ  স্বয়ং লোভী, চরিত্রহীন,
কপটতার জলন্ত উদাহরণ,  সেখানে তুমি তো..
তোমার জন্য  আমার করুণা হয় ! ক্ষমা করি
আর আড়ালে জমাতে থাকি আগুন, ধিকি ধিকি

ভয় হয়, ভীষণ ভয়, জমতে থাকা আগুন যদি
দাবানলের মতো ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে
শহর থেকে দেশে, দেশ থেকে দেশান্তরে তখন...
লুকিয়ে  থাকার জায়গা পাবে? পুড়তে তোমাকেও হবে
এ আমার অঙ্গীকার তোমার কাছে, মিলিয়ে নিও
অনন্ত আগুন তোমাকেও পুড়াবে, সেদিনই বন্ধু তুমি হবে...



সিলভিয়া ঘোষ সিলভিয়া ঘোষ Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.