রুমেলা দাস

রুমেলা দাস
 "আশা" 

সেকেলে পাংশুটে ইঁটের উপর
একটা দ্বিতল কিংবা ত্রিতল।
ক্ষয়িষ্ণু কপাট আর
ধুলো জমা পর্দায় সন্ধি।

এরই মাঝে
ডানাদের ঘরে,সময়ের
সাপ-লুডো;
বাসি,নোনার সহবাসে
ছানি পরা যাপন।

প্রশ্নচিহ্ন ঘুরে বেড়ায়,
ঘুঁটির চৌকো খোপে
আড়ত জমায় নতুন
বাসটে গন্ধ পাশ ফেরে
লকলকিয়ে ওঠে কড়কড়ে নোট।

ঝালর বাতি
গায় ঝুমর গান,
রং-বেরঙের আতসকাঁচে
চাপা পড়ে দৈনিক ছাপোষা।
ক্যালেন্ডারের পাতায়
নতুন যাপনচিত্র
তবুও ভাঁজ পড়া চামড়া
ছানি কাটিয়ে অপেক্ষায় থাকে
সেই শেওলা জমা উঠোনের।।

রুমেলা দাস রুমেলা দাস Reviewed by Pd on ডিসেম্বর ০২, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.