রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী
 অন্ধ সময় 

শিশু,নারী, বৃদ্ধ,প্রত্যেকেই মৃত।
মানুষের মুখোশ পরে থাকে মুখ।
চারিদিকে অপচ্ছায়াদের ভীড়।
পিশাচের আপন নারী, সন্তান ভক্ষণ।

#
হিংসা, প্রতিহিংসা, ঘৃণার আগুন।
শেয়াল কুকুরের টেনে নিয়ে যায়,
দেশের নাড়ি, ভুড়ি, হাড়, মজ্জা।
ধর্ষিতার রক্তে বারবার ভিজছে মাটি।
ডিজিটাল মানুষেরা সভ্য হবে কবে?
এই অবান্তর প্রশ্ন, জিজ্ঞেস কোরো না।

#
কেন রাতের পর রাত গণ ভক্ষণের স্বীকার,
মেয়েটির মুন্ডুহীন দেহ থাকে ঝোপের আড়ালে?
বাচ্চা মেয়েটির যৌনাঙ্গে আনন্দের সাথে
গেঁথে দেওয়া হয় সূচ, লাঠি।
কখনো ঢুকিয়ে দেওয়া হয় পাথর।
নিজের জাতের পুরুষকে বিয়ে না করার
অপরাধে কেন অন্তসত্তা মেয়েটিকে
জীবন্ত পুড়িয়ে মারে, সবার সামনে?
কেন ছয়মাসের বাচ্চার মাথা ডিভাইডারে
থেতলে দিয়ে তার মা কেন ভক্ষণ করা হল?
খবরদার, এইসব প্রশ্ন করো না নারী তুমি।
কারণ জন্ম দেওয়া অধিকার একমাত্র তোমার।

আর এই পিশাচদের জন্মদাত্রীও যে তুমিই।

রিয়া চক্রবর্তী রিয়া চক্রবর্তী Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.