মেয়েটা
তোর শরীরে ভীষণ জ্বালা,
আমার কোনও কষ্ট নেই,
আমার নাম যে বুদ্ধিজীবী,
লজ্জা শরম থাকতে নেই।
তুই কি আমায় ফুটেজ দিবি?
চ্যানেল ট্যানেল ঘুরব আজ?
তাহলে তুই একলা থাকিস,
আজকে আমার অনেক কাজ।
বললে দাদা,বললে দিদি,
করব মিছিল মোমবাতির।
তার আগে ভাই কিচ্ছুটি নয়, আগে-
অঙ্ক মিলুক লাভক্ষতির।
জানিস তো তুই ,গান- কবিতা- থেটার আছে,
আসবে অনেক ভদ্রলোক।
ইন্টারভ্যালে সেটিং আছে,
আচ্ছা,তোর জন্য,এক মিনিটের থাকবে শোক।
আগে বুঝি, কে করেছে ?
পাড়ায় সে কোন্ দল করে?
মিছিল-মিটিং সবই হবে,
ক-দিন যাক্ ,তারপরে।
কোন্ কথাটা বলব, আমার
সত্যি ক্লিয়ার হচ্ছেনা,
দুষ্টু লোক? অল্পবয়স? নাকি অপরাধী?
ধ্যাৎ, কিচ্ছু বুঝতে পারছি না।
তবে , আজকে অনেক গভীর রাতে,
ঘুমের মধ্যে আসবি যেই,
হাত ধরে তোর চাইব ক্ষমা,
মন-মানুষের যুক্তিতেই।।
মন-মানুষের যুক্তিতেই।।
তোর শরীরে ভীষণ জ্বালা,
আমার কোনও কষ্ট নেই,
আমার নাম যে বুদ্ধিজীবী,
লজ্জা শরম থাকতে নেই।
তুই কি আমায় ফুটেজ দিবি?
চ্যানেল ট্যানেল ঘুরব আজ?
তাহলে তুই একলা থাকিস,
আজকে আমার অনেক কাজ।
বললে দাদা,বললে দিদি,
করব মিছিল মোমবাতির।
তার আগে ভাই কিচ্ছুটি নয়, আগে-
অঙ্ক মিলুক লাভক্ষতির।
জানিস তো তুই ,গান- কবিতা- থেটার আছে,
আসবে অনেক ভদ্রলোক।
ইন্টারভ্যালে সেটিং আছে,
আচ্ছা,তোর জন্য,এক মিনিটের থাকবে শোক।
আগে বুঝি, কে করেছে ?
পাড়ায় সে কোন্ দল করে?
মিছিল-মিটিং সবই হবে,
ক-দিন যাক্ ,তারপরে।
কোন্ কথাটা বলব, আমার
সত্যি ক্লিয়ার হচ্ছেনা,
দুষ্টু লোক? অল্পবয়স? নাকি অপরাধী?
ধ্যাৎ, কিচ্ছু বুঝতে পারছি না।
তবে , আজকে অনেক গভীর রাতে,
ঘুমের মধ্যে আসবি যেই,
হাত ধরে তোর চাইব ক্ষমা,
মন-মানুষের যুক্তিতেই।।
মন-মানুষের যুক্তিতেই।।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন