উদয় সাহা

উদয় সাহা
 ভাঙার খেলা 

উপনেতা, অনুচর, অনুরাগী, রাগী
'যুদ্ধং দেহি' বলে উঠিয়াছে জাগি

শিক্ষিতে মার্জিতে ব্যস্তানুপাত
নানা পথ,নানা মতে পুরো কুপোকাত

ছোট বড় দলগুলি উঁচু আর নীচু
পথসভা সমাবেশ করে আগুপিছু

দিন যায় রাত যায় অনুভূত হয়
পরিধেয় বর্মটা  ইস্পাত নয়

আদতে পোশাকটা কাঁচের  তৈরি
আপনা মাংসে  হরিণা  বৈরী

হিংসা,অপমান ধর্ম গোশালা
রোজকার জলভাত দলভাঙা খেলা...




উদয় সাহা উদয় সাহা Reviewed by Pd on নভেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.