স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
 বোবা ভিখিরির শব্দপাত্র 

তোমার স্বরতন্ত্রী অভিশপ্ত বলে কি
সহাবস্থানে কোনও ভিন্নতা থাকবে না?
তুমি খরিদ হয়েছ শব্দবঞ্চনায়
আমার অঙ্গজুড়ে রিনরিন জাগবে না?

নিয়তি-শেকল মোড়া হাতে থিতু হয়ে দেখি
আধূলির যৌবন,হই ঝণাৎ-কামুক-----
যেই স্বরলিপি জাগে ধাতব আধূলি পড়ে
তোমাকে কাঁদিয়ে দেয় আমিসুরের চাবুক...





স্বপ্ননীল রুদ্র স্বপ্ননীল রুদ্র Reviewed by Pd on নভেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.