আ-শ্লেষ
বিশ্বাস করো,
হেরে যেতে কোনো কষ্ট পাবো না
তবু ছায়াযুদ্ধে নামতে চাই,
দুই গলিত ধাতু মিশে যেতে যেতে
কতো সহস্র গ্রহ উপহার দেয়,
চেখে দেখার লোভ আমার চিরন্তন,
জমিয়ে চুমুক দেবো তোমার ভ্যাবাচ্যাকায়;
এখনো ভেবে চলেছ,
প্রেম কখন রণদামামা বাজালো!
রুদ্ধ
যত এগিয়েছি তোমার দিকে,
আলপথ বেয়ে কুটিল, নিদানখেকো
হিলহিলে চেরা জিভের দল
পেঁচিয়ে ধরেছে প্লেটোনিক বাতিক,
উন্মত্ততায় নাগাড়ে আউড়ে যাও
আকরিক আখর।
মাঝরাতে ঘুণ পোকা কর্কর্কর্
গ্যালাক্সিচারি হতে চেয়ে ঘুরে দেখি,
ফেলে আসা সময়যান;
উল্টো জামার
প্রকট সেলাই উৎকট,
তবু সোজা করা যায় না।
বিশ্বাস করো,
হেরে যেতে কোনো কষ্ট পাবো না
তবু ছায়াযুদ্ধে নামতে চাই,
দুই গলিত ধাতু মিশে যেতে যেতে
কতো সহস্র গ্রহ উপহার দেয়,
চেখে দেখার লোভ আমার চিরন্তন,
জমিয়ে চুমুক দেবো তোমার ভ্যাবাচ্যাকায়;
এখনো ভেবে চলেছ,
প্রেম কখন রণদামামা বাজালো!
রুদ্ধ
যত এগিয়েছি তোমার দিকে,
আলপথ বেয়ে কুটিল, নিদানখেকো
হিলহিলে চেরা জিভের দল
পেঁচিয়ে ধরেছে প্লেটোনিক বাতিক,
উন্মত্ততায় নাগাড়ে আউড়ে যাও
আকরিক আখর।
মাঝরাতে ঘুণ পোকা কর্কর্কর্
গ্যালাক্সিচারি হতে চেয়ে ঘুরে দেখি,
ফেলে আসা সময়যান;
উল্টো জামার
প্রকট সেলাই উৎকট,
তবু সোজা করা যায় না।
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন