তৈমুর খান

তৈমুর খান
 ফিউচার 

আমার সামনে একটা ফিউচার আসছে
লাল জামা গায়ে, লাল জুতো পায়ে
দরজা খুলে রেখেছি
বিছানা পেতে রেখেছি
পান সরবতের পর আর কী কী দেওয়া হবে
কেমন সম্মান চায়, কেমন হবে তার শয়নঘর
এইসব ভেবে নিতে হবে

সান্-কে আসতে বলেছি সকাল সকাল
মুন্-কেও হাসতে বলেছি তারাদের সাথে
তারপর হাওয়া খাবে ফিউচার
                             আমাদের পৃথিবীর ছাতে


 সরলের ডায়েরি 

আমি সরল
এখানে বেড়াতে এসেছি
আল্-পথে একা হেঁটে ফড়িং আর সাপেদের সঙ্গে দেখা
ভেঙে পড়া বাড়ির ভেতর কিছু জীবনের ছায়াছবি
মিল ও অমিলে পাশ ফিরে ফিরে গেছি

কত ফুল ফুটেছে
ধূসর শীতের হামাগুড়ি
ধুলো ও কাদার রাস্তায় সমাজ হেঁটে যায়
লাল নীল ছাপ, মঞ্চ অনুষ্ঠান কত কত হাওয়া
সৌভাগ্যরা হাসছে কোথাও, দুর্ভাগ্যরা জল চায়

আমি সরল
সন্ধ্যারাতে একা বেড়ালের ডাক শুনে কাঁদি
মাথার উপর ওড়ে লক্ষ্মীপেঁচারা




তৈমুর খান তৈমুর খান Reviewed by Pd on নভেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.