দেবজিৎ দে

দেবজিৎ দে
 গ্লানি 

তাকে দেখেছি ,হাতে বাইবেল -
কোরান , বেদ !
কখনো তিনি যীশু , নানক -
পরমহংস দেব ।

যুগে , যুগে এসে তিনি -
মুছে দেন খেদ ,
তবু মানুষের রয়ে গেছে -
প্রথা , জাতি ভেদ !

আজও চলে দলাদলি -
বেঁচে মত ভেদ !
ধূলো মেখে পড়ে কোরান -
বাইবেল , বেদ ।



দেবজিৎ দে দেবজিৎ দে Reviewed by Pd on নভেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.