সুশান্ত কুমার রায়

দোতরার গান
ভাওয়াইয়া গান-১
কথা ও সুর-সুশান্ত কুমার রায়
তাল-কাহারবা

মাও বড় ধন, ধন বন্ধুরে
মাওয়ে সকল আশা
মাও হইলো জগত জননী-
মাওয়ে ভরসা রে
মাও বড় ধন, ধন বন্ধু রে।।

মাওয়ের ভাষায় সপন দ্যাখি
আরো বলি কতা,
মাওয়ের কোলোত নিন্দো যাই-
মাওয়ে যথাতথা রে।।

দশ মাস দশ দিন জঠরে ধরি
জন্ম দিলো মাও কষ্ট করি,
ও মোর জননী-
মাও জননী ধন রে।।

অডিও শুনতে নিম্নে বাম দিকের তীর চিহ্নে অর্থাৎ প্লে বাটনে ক্লিক করুন


ভাওয়াইয়া-২
কথা ও সুর-সুশান্ত কুমার
তাল-ঝুমুর

বাংলা ভাষায় মায়ের গান
ভাওয়াইয়া হইলো দ্যাশের মান ।
আরে সেই ভাষাতেই গাইলো গান
দোতরা বাজাইল কানাইলাল,
ও মোর প্রাণের ভাওয়াইয়া ॥

ভাওয়াইয়া গানে মাতিল শ্রোতা
নমর উদ্দিন বাজাইল দোতরা ।
আরে সেই ভাষাতেই গাইলো গান
দোতরা বাজাইল কানাইলাল,
ও মোর প্রাণের ভাওয়াইয়া ॥

রফিক, বরকত, শফিক , সালাম
ভাষার জন্যে দিলে প্রাণ ।
আরে সেই ভাষাতেই গাইলো গান
কছিমুদ্দিন, আব্বাস, হরলাল-
ও মোর প্রাণের ভাওয়াইয়া ॥


ভাওয়াইয়া গান-৩
কথা-সুশান্ত কুমার রায়
সুর-সুভাষ চন্দ্র রায়
তাল-তেওরা

সোনার লাঙ্গল রূপার ফাল
মোর কুড়–য়ায় জুড়িছে হাল,
(ও তাঁয়) ফলায় সোনার সোনা রে-
সোনার লাঙ্গল রূপার ফাল রে।

সোনার দ্যাশের সোনার ধান
মাঝিমাল্লা আর জারি গান,
ভাটির দ্যাশের ভাটিয়ালী-
জুড়িয়া যায় মন প্রাণ।।

হামার দ্যাশের মাটি খাঁটি
আরো খাঁটি জল,
ইতিহাস আর অতীত স্মৃতি-
রূপে ঝলমল।।


অডিও শুনতে নিম্নে বাম দিকের তীর চিহ্নে অর্থাৎ প্লে বাটনে ক্লিক করুন



ভাওয়াইয়া -৪
কথা ও সুর- সুশান্ত কুমার রায়
তাল-কাহারবা

ওকি হায়রে পরাণের বন্ধু মোর
না যান ছাড়ি মোক
অচিন দ্যাশে ।।

কোড়া কান্দে কুড়ির নাগিয়া
মোর অভাগিনীর কান্দে হিয়ারে,
মনটা কান্দে মোর
ডুকুরিয়া ডুকরিয়া ।।

তোমরা  যদি মোক যান ছাড়ি
দিবানিশি কান্দিম মরি রে,
না  যান ছাড়ি মোক
মন গেইছে মোর আউলিয়া।।

ও কি হায়রে পরাণের সখা মোর
আর বুঝি আর না হয় দেখা,
মোক ছাড়ি ক্যানে তোমরা
গেইলেন রে চলিয়া।।


ভাওয়াইয়া-৫
কথা-সুশান্ত কুমার রায়
সুর-সুভাষ চন্দ্র রায়
তাল-কাহারবা

আজি ভবের খেলার, রঙ্গ মেলায় রে
ভবের খেলায় রঙ্গ মেলা রে।
সব হারাইয়া কান্দি
একূল-ওকূল দুইকূল গেলো-
একলা বসি কান্দি রে।

ভবের খেলায়, রঙ্গ মেলা রে
ভব নদীর তটে,
অচিন দ্যাশের, অচিন পুরের-
কোনবা নাওয়ের নাইয়্যা রে।।

ভবের খেলায়, রঙ্গ মেলা রে
ওইন্যা ভব তরী,
আমি নাইয়্যা একলা বসি
মাঝ দরিয়ায় পড়িরে।

অডিও শুনতে নিম্নে বাম দিকের তীর চিহ্নে অর্থাৎ প্লে বাটনে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* মন্তব্য করতে পেজটি রিফ্রেশ করুন .