শোভন মণ্ডল

 শোভন মণ্ডল
 নৌকাডুবি 

এইমাত্র একটা নৌকাডুবি হলো

নির্জন দ্বীপ থেকে জেগে উঠছে আগ্নেয়গিরি
তীব্র উদগীরণ,  ধোঁয়া...ধোঁয়া...ধোঁয়া...
এসব যথারীতি ভীষণ গৌণ

শূন্যতার ঢেউ আছড়ে পড়ছে তটে
নিথর দাঁড়িয়ে আছে অবাক- ঝাউ
ভিজে হাওয়ার রুদ্ধশ্বাস- গুণগান
এসব নিছকই গৌণ

আসলে এইমাত্র নৌকাডুবি হলো
আমার উথালপাতাল বুকে এইমাত্র নৌকাডুবি হলো



শোভন মণ্ডল  শোভন মণ্ডল Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.