রত্না দাশগুপ্ত আইচ

রত্না দাশগুপ্ত আইচ
 মৃতদেহ 

বৃথাই পিছু নিচ্ছ সময়
যে জল বয়ে গেছে নদীতে
তা ফেরবার নয়

তোমার মুখে মৃত গাছ বাঁচিয়ে
তোলার মন্ত্র সিদ্ধির দাবী
যে শিকড় উদ্বাস্তু ছাই হয়ে
ভেসে গেছে নামহীন, তার আর ফিরে
আসার কোনো ঠিকানা থাকেনা


নির্ভরতা কে অনুভূতির নাম দিওনা
পরজীবী জানে নির্ভরতার অর্থ অসম্মান
ওয়ান ওয়ে জুড়ে ছড়িয়ে থাকা
একতরফা গতিবিধি

সেখানে ভালোবাসা দন্ডপ্রাপ্ত আসামী
কত দীর্ঘ যন্ত্রণার সুড়ঙ্গ বেয়ে মুক্তি
পেয়েছে অনুভূতিরা,
সে সম্পর্কে দ্বিধাহীন জামিন পরোয়ানা,

অধিকার বোধের যে চিরকুট হাতে
ফিরে চাইছো মৃতদেহ

সেখানে লেখা আছে
মৃতদেহেরও নিৰ্দিষ্ট এক্সপায়ারী ডেট থাকে




রত্না দাশগুপ্ত আইচ রত্না দাশগুপ্ত আইচ Reviewed by Pd on অক্টোবর ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.