স্বপ্নরত
অভিজ্ঞতা জন্মান্তরের বিজ্ঞাপন কাঁধে -
ব্যানারে ব্যানারে ঢেকেছে বাগান -বিপনী - মন !
সেই মনে পতঞ্জলির সস্তা সামগ্রীর মতো ফুল,
গন্ধ শুকিয়ে শুকিয়ে নির্বিকারে বয়ে চলার মতো পথ,
আর রয়েছে ঘেরা ঘাসের পাহাড়!
সেই নারী ,উলঙ্গ পায়ে চলেছে পথের পর পথ,
সেই পুরুষ, ঢাকা শরীরে লিখেছে পদত্যাগ পত্র ও সুখ!
আমি তাদের কথা বলতে পারছি না!
থু থু আটকে বমি বমি ভাব কবিতায়,
ঢোক গিলেছে পরিশ্রমের যত রাত,
তবু যেন খিদে পেটে জেগে আমার ছন্দেরা!
প্রশ্ন গুলো আর আসে না মনে ,
অনিশ্চয়তায় মুড়ে স্বপ্নরত বিছানা - এলোমেলো, বরবাদ!
জেগে পৃথিবী এখনও!
আমিও ঘুমাতে পারছিনা!
দেবাশীষ ভট্টাচার্য্য
Reviewed by Pd
on
অক্টোবর ৩০, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন