অনিরুদ্ধ দাস

অনিরুদ্ধ দাস
 ঝাপসা দৃষ্টি 

আমার নিজস্ব কোন প্রচ্ছদ নেই
ফকিরের সহজিয়া আলখাল্লায়
উড়ো চিঠি আসে অচেনা ক্যুরিয়ারে
ভিজে যায় উদাস দৃষ্টি
রাঙা মাটির সরানে

মৃত্যুকে অনেক দিন দেখিনি
তাঁর চোখে চোখ দিয়ে
শুধু সহজিয়া অক্ষরলিপি
সাদা আঁকন্দের মতো টানে

গেরুয়া অক্ষরে প্রেমকে দেখিনি
কোনদিন আতরের মতো
শুধু সুনীল লাগে তার ঠোঁট

আকাশের নীচে যে প্রদীপ জ্বলে
সে আমার উঠানে আসে না
শুধু তার বিভা দেখি
বাহির দরজায় এপাড়ে দাঁড়িয়ে

বিভার মতো প্রেম হলে
নাড়তে নেই
বেদনার বালুচরে সবাই একা
ধূলো মাখে মন
ঝাপসা দৃষ্টির গহীন গাঙে




অনিরুদ্ধ দাস অনিরুদ্ধ দাস Reviewed by Pd on অক্টোবর ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.