সুশান্ত কুমার রায়

সুশান্ত কুমার রায়
 মৃত্তিকা শিল্পী 

মৃত্তিকা শিল্পী বেণু ঠাকুর
পদবী তাঁর পৈতৃক সূত্রে পরিধান,
পাবলো পিকাসো, জয়নুল আবেদীন, নভেরা
কিংবা শিল্পী এস. এম. সুলতান নয়।

বাবা অম্বিকাচরণ ঠাকুর ছিলেন শিল্প নৈপূন্যে বিভোর
একজন অনন্য মূর্তি-কারিগর,
টানাপোড়েনের সংসারে নিত্য অভাবের দাপট
এখোনো বয়ে চলছে নিরবধি,
কাঁদা-মাটি লেপনেই জীবিকার দাড়টানা।

রঙ তুলিতে মনের মাধুরি মিশিয়ে রচনায় ব্যস্ত
পরম মমতাময়ী দূগর্তিনাশিনী মা দূর্গাকে,
শঙ্খধ্বনি, ঢাক-ঢোল-কাশিতে চলে পূজোর আয়োজন
আনন্দ-ফুর্তি, আমোদ-প্রমোদ আর
শরৎ অঞ্জলিতে চলে নৈবদ্যের ঘন্টাধ্বনি।
বেণু ঠাকুর মাকে প্রণতি জানায় বার বার
আর জ্ঞাত করে নিজের অস্থিচর্মসার দৈন্যদশা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* মন্তব্য করতে পেজটি রিফ্রেশ করুন .