সুবীর সরকার

সুবীর সরকার
 নাচঘর 

মেঘলা আকাশের নিচে কেবল শুনতে চেয়েছি পাখির
                             ডাক
বহুদিন পর শহরে ফিরে এসে প্রেরণ করি
                      কমা ও থার্মোমিটার
চৌব্বাচায় ভরে যাচ্ছে বিশাল বিশাল হলঘর
আমাদের জীবন থেকে হারিয়েছে মাগুরমাছ
বিলাসবহুল হই।
সমস্ত দুপুর জূড়ে বন্দুকগুলি মুছি
বর্ষাদুপুর থেকে বহুদূরে নূপুর খুলছে
                     নাচঘর





সুবীর সরকার সুবীর সরকার Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.