শ্রীমন্ত দে



উৎসব ও মহামিলন 

গ্রীষ্মের দাবদাহ আর বর্ষার ভ্রূকুটি ভুলে
জগৎ সংসার মেতেছে সাজের বাহারে,
হতশ্রী হৃদয়ে উঠেছে সুখের রামধনু
চারিদিক উৎসব গন্ধে মুখর হয়ে উঠেছে।
নির্মল আকাশে সুন্দরী চাঁদের হাসি
জ্যোৎস্না হয়ে ছড়িয়ে পড়েছে আঁধারের বুকে
শিউলি-কাশের সৌন্দর্যের সুধা রসে
সিক্ত হচ্ছে সৌন্দর্য তৃষাতুর আঁখি ।
পুরানো মান অভিমান শিকেয় তুলে
শত্রু-মিত্রের গাঁটছড়া পুনঃ প্রথিত হচ্ছে
ঘরে ঘরে শ্রুত হচ্ছে জগৎমাতার আগমনী গান
এখন যে নগনন্দিনীর পিতৃগৃহে আসার পালা।
এভাবেই সুখ সাগরে ভাসছে ধরা
ধুয়ে যাচ্ছে মসীলিপ্ত দুঃখের ভার
উৎসবের মহামিলনমেলার চন্দ্রাতপের নীচে
রচিত হচ্ছে বিশ্বভ্রাতৃত্বের অটুট সৌহার্দ্য।
শ্রীমন্ত দে শ্রীমন্ত দে Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.