'আশ্বিন ইদানিং অতীত-লগ্না ...
রোদ পড়ে আসা বারান্দাটায় এখন
শরৎ থেকে ধার করা গুঁড়োগুঁড়ো নীল ;
ফুরফুরে ছেঁড়া খামের বুকপকেটে
একফালি আশ্বিনের আকাশ
হংসবলাকা চিরকুটের ওড়াউড়ি ;
ভিজে ডানা... ভাদুরে তাতে শুকিয়ে
হাওয়ার শিউলিমুঠো শিথিল
আনমনা কার্নিশের ধার ঘেঁসে ;
শ্যাওলা ঢাকা শ্রাবণগন্ধ মুছে দেয়...
স্যঁতস্যাঁতে জীর্ণতায় রোদেলা খুশী
বোধনের বাজনা বেজে ওঠে
ভাঙাচোরা রেডিও'র নব হঠাৎই ব্যস্ত
আকাশবাণীর অতি পরিচিত কন্ঠ
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র...আশ্বিনের শারদপ্রাতে ;
দেবীপক্ষে অাগমনী-লগ্নের সুর
'বাজলো তোমার আলোর বেণু'
ভোরের পদক্ষেপে উদাসীন মর্মর---
রোদ পড়ে আসা বারান্দাটায় এখন
শরৎ থেকে ধার করা গুঁড়োগুঁড়ো নীল ;
ফুরফুরে ছেঁড়া খামের বুকপকেটে
একফালি আশ্বিনের আকাশ
হংসবলাকা চিরকুটের ওড়াউড়ি ;
ভিজে ডানা... ভাদুরে তাতে শুকিয়ে
হাওয়ার শিউলিমুঠো শিথিল
আনমনা কার্নিশের ধার ঘেঁসে ;
শ্যাওলা ঢাকা শ্রাবণগন্ধ মুছে দেয়...
স্যঁতস্যাঁতে জীর্ণতায় রোদেলা খুশী
বোধনের বাজনা বেজে ওঠে
ভাঙাচোরা রেডিও'র নব হঠাৎই ব্যস্ত
আকাশবাণীর অতি পরিচিত কন্ঠ
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র...আশ্বিনের শারদপ্রাতে ;
দেবীপক্ষে অাগমনী-লগ্নের সুর
'বাজলো তোমার আলোর বেণু'
ভোরের পদক্ষেপে উদাসীন মর্মর---
শ্রীলেখা মুখার্জ্জী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন