দূরের গান
হাওয়ার সুরে গান বাঁধবো বলে এখানে এসেছি
শহর কে দূরে রেখে এই আমাদের কাছে আসা
গান এখানে পাতায় পাতায়
চোখের কোনে মেঘ সরে গেছে তাই
আকাশের মুখ ভাসে হালকা হাওয়ায়।
পাখিরা দিয়ে যায় অনুষঙ্গ
যে যার মতো
এখানে হাওয়ায় মিলে গেছে সব।
রৌদ্রছায়ার তবলা বাজে অহোরাত্র
সুরে সুরে আসে ছুটে নদীর প্রাণ
পথ নিজেকে বাঁধেনি এখানে
শহর থেকে দূরের এই গান তাই এতো সহজাত।
হাওয়ার সুরে গান বাঁধবো বলে এখানে এসেছি
শহর কে দূরে রেখে এই আমাদের কাছে আসা
গান এখানে পাতায় পাতায়
চোখের কোনে মেঘ সরে গেছে তাই
আকাশের মুখ ভাসে হালকা হাওয়ায়।
পাখিরা দিয়ে যায় অনুষঙ্গ
যে যার মতো
এখানে হাওয়ায় মিলে গেছে সব।
রৌদ্রছায়ার তবলা বাজে অহোরাত্র
সুরে সুরে আসে ছুটে নদীর প্রাণ
পথ নিজেকে বাঁধেনি এখানে
শহর থেকে দূরের এই গান তাই এতো সহজাত।
সোমনাথ গুহ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন