স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র

 নৈশভোজের টুকরো 

কাঁটা ফুটে থাকা গলার মতো কাহিল
একটি অর্ধসমাপ্ত উষ্ণ নৈশভোজ
পন্ডশঙ্কায় বিমনা হয়ে বাটি ছেড়ে
থালা জুড়ে জারি রাখে আঙুলের খোঁজ ---

ঢেলে ফেলা ঝোল যেন ভাতপাহাড় থেকে
ধাক্কায় গড়িয়ে পড়ে দীর্ঘ সংজ্ঞাহীন,
পাশে বিমূঢ় অপর অন্নকণাগুলি
কুঁকড়ে কুঁকড়ে গিয়ে দেখছে প্রগাঢ় দুর্দিন

ছটফটে নৈশভোজের কপালের রেখায়
পুরুষ্টু দুশ্চিন্তা এসে ভাঁজ হয়ে বসে,
ভাঁজের দাগের রেখা প্রকট হতেই
রকমারি বাটিগুলি চোখে হাত ঘষে...

টেবিলের মানচিত্রে যেন জঙ্গি হানা
কিছু বুঝতে না বুঝতেই শলাকায় বিদ্ধ,
মনোরম খুলে মনোলোভা রসনাটি
নিবিড়তা ভেঙ্গে দিয়ে চুরমার-প্রসিদ্ধ...


স্বপ্ননীল রুদ্র স্বপ্ননীল রুদ্র Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.